ঢাকা দ্রুতগতির উড়ালসড়কের (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) এফডিসি গেট-সংলগ্ন র্যাম্প উদ্বোধন হয়েছে আজ বুধবার। প্রথম দিন বেলা দুইটার পর থেকে এই র্যাম্প দিয়ে যানবাহন নামা শুরু হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে যানবাহনগুলো এফডিসি গেট–সংলগ্ন র্যাম্পের কাছে এসে জটে পড়ে। সময় গড়ালে বিকেল পাঁচটার দিকে সেখানে দেখা দেয় যানজট। তখন র্যাম্প থেকে যানবাহনগুলো আর এগোতে পারে না। এক্সপ্রেসওয়েতে যানজট আরও দীর্ঘ হয়। দুর্ভোগে পড়েন দ্রুতগতির এই উড়ালসড়ক দিয়ে আসা গাড়ির আরোহীরা। বিকেলে ছবিগুলো তোলা।
বাঁ দিকে কারওয়ানবাজার মোড় থেকে আসা গাড়ির চাপ বাড়ছে, ডান দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তৈরি হচ্ছে গাড়ির দীর্ঘ সারি। সময় বাড়লে দুই দিকেই বাড়ে যানবাহন ও মানুষের চাপ। র্যাম্প থেকে সড়কে নামতে অপেক্ষায় শত শত গাড়ির।সড়কে গাড়ির চাপ মাঝখানে কমলেও র্যাম্প থেকে নামতে অপেক্ষায় থাকা গাড়ির সংখ্যা যেন কমে না।র্যাম্পের পাশে সড়কে পথচারীদের হেঁটে চলার তেমন ব্যবস্থা নেই, তাই ঝুঁকি নিয়েই তাঁদের পথ চলতে হয়। সড়কে বিকেল পাঁচটার দিকে যানজট বেড়ে যায়। তখন এক্সপ্রেসওয়েতে যানবাহনগুলো দাঁড়িয়ে থাকে। র্যাম্প থেকে নামার পথে সড়কে যানজট, তাই এক্সপ্রেসওয়েতে অপেক্ষমাণ গাড়ির সারি আরও দীর্ঘ হতে থাকে।