বৃক্ষমেলায় বনসাই

ঢাকার শেরেবাংলা নগরে চলছে বৃক্ষমেলা। মেলায় ক্রেতারা আসছেন দেশি-বিদেশি নানা জাতের গাছ খুঁজে নিতে। এবার বৃক্ষমেলায় বিশেষ আকর্ষণ হয়ে এসেছে নানা ধরনের বনসাই। দৃষ্টিনন্দন এসব বনসাইয়ের দাম লাখ টাকাও চাওয়া হচ্ছে। আম, জাম থেকে শুরু করে খেজুর, পাকুর বনসাই রয়েছে এই মেলায়। এ ছাড়া চায়না বট, জেট প্ল্যান্টসহ নানা ধরনের বিদেশি প্রজাতির বনসাইও আছে এখানে।

মেলায় বিক্রির জন্য আনা নানা ধরনের বনসাই।
মেলায় বিক্রির জন্য আনা নানা ধরনের বনসাই।
৪০ বছরের চায়না বটের বনসাই।
৭০ বছর বয়সের আমগাছের বনসাই।
জেট প্ল্যান্টের বনসাই।
থাইল্যান্ডের এডিনিয়াম উদ্ভিদের এই বনসাই ৩০ বছরের পুরোনো।
আরবের অ্যারাবিকাম উদ্ভিদের ২০ বছরের পুরোনো বনসাই।
খেজুরগাছের বনসাই।
বাওবাবগাছের বনসাই।
পাকুরগাছের বনসাই
গোলাপ জামগাছের বনসাই।