উট পোড়া পিঠা

এই পিঠার নাম ‘উট পোড়া পিঠা’। ‘শিন্নি পিঠা’ নামেও পরিচিত। ধানের কুরা, আটা, লবণ, মরিচ, হলুদ, আদা ও রসুন একসঙ্গে মাখিয়ে কলাপাতায় দিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করা হয় এই পিঠা। হাটে প্রতি কেজি বিক্রি হয় ১২০ টাকায়। দেশের বিভিন্ন অঞ্চলের মতো বগুড়ার সুলতানগঞ্জ হাটেও দেখা মেলে এই পিঠার। সেখানে বংশপরম্পরায় পিঠা তৈরির এ পেশায় জড়িয়ে আছে বেশ কয়েকটি পরিবার। উট পোড়া পিঠা নিয়ে এই ছবির গল্প।

হাটে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে উট পোড়া পিঠা
হাটে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে উট পোড়া পিঠা
বিক্রেতার দুই হাতে উট পোড়া পিঠা
গোল আকৃতির পিঠা দেখাচ্ছেন এক বিক্রেতা
বিক্রির জন্য কাটা হচ্ছে পিঠা
খণ্ড খণ্ড করে কাটা হয়েছে পিঠা
ওজন করে বিক্রি হচ্ছে উট পোড়া পিঠা
পিঠা কিনছেন ক্রেতারা
উট পোড়া পিঠা কিনেছেন এক ক্রেতা