মহাসড়কে দুর্ঘটনার যত কারণ

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কামারখালী সেতু থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত অংশের দূরত্ব ৭৩ কিলোমিটার। গত বছর এই অংশে ৫৭টি  দুর্ঘটনায় অন্তত ৫৫ জনের প্রাণহানি ঘটেছে। সড়কে ঘন ঘন বাঁক, অবাধে তিন চাকার যানের চলাচল, বেপরোয়া গতি, অসচেতনতাসহ নানা কারণে এত বেশি দুর্ঘটনা ঘটে। ছবিতে দেখে নিন মহাসড়কের এমনই কিছু অনিয়ম।

মহাসড়কে খড় বোঝাই নছিমন যাচ্ছে।
মহাসড়কে খড় বোঝাই নছিমন যাচ্ছে।
একে তো মহাসড়কে তিন চাকার যান, এর ওপর গাদাগাদি যাত্রী।
কার আগে কে যাবে।
মহাসড়কে চলছে রিকশা।  
মহাসড়কে উল্টো পথে আসছে নছিমন।
মহাসড়কে অসংখ্য তিন চাকার যান।
মহাসড়কে কাঠ বোঝাই নছিমন যাচ্ছে।
কে কার আগে যাবেন, সে প্রতিযোগিতায় নেমেছেন দুই বাসের চালক।
যে যাঁর ইচ্ছেমতো চালাচ্ছেন বাস।
মহাসড়কের ওপর বসে গেছে হাট।
ঝুঁকিপূর্ণ বাঁক। নেই সাবধানতা।