গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্ব

রাজধানীর বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪’। গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্বে যোগ দিতে সকাল থেকে খুদে গণিতবিদেরা জড়ো হতে থাকে রাজধানীর আসাদগেট এলাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে। উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। আজ সকালে ছবিগুলো তোলা।

উদ্বোধনী পর্বে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন।
বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।
শিক্ষার্থীদের মাথায় জাতীয় পতাকা আর পরনে উৎসবের টি-শার্ট।
বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে নীরবতা পালন করার সময় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের চোখেমুখে ছিল শোকের ছায়া।
পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের সঙ্গে অতিথি ও আয়োজকেরা।
বিভিন্ন শ্রেণিকক্ষে পরীক্ষায় মগ্ন শিক্ষার্থীরা।
হাত তুলে এক শিক্ষার্থীর জানতে চাওয়া।
পরীক্ষায় মগ্ন এক শিক্ষার্থী।
প্রশ্নের সমাধান করতে চলছে চিন্তাভাবনা।