চট্টগ্রাম নগরে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণকাজ। এ জন্য সড়কের ওপরে খোঁড়া হয়েছে বড় বড় গর্ত। ছড়িয়ে–ছিটিয়ে রাখা হয়েছে খননযন্ত্র। এর মধ্যে বৃষ্টি হওয়ায় কাদাপানিতে একাকার হয়ে গেছে চারপাশ। ফলে এই নির্মাণকাজ ঘিরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। ঝুঁকি নিয়ে প্রতিদিন সড়কের এই স্থান পার হতে হয় তিনটি স্কুলের শিক্ষার্থীদের। চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনস এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সৌরভ দাশ।
কাদার মধ্য দিয়ে সামনে এগোতে না পেরে অসহায় এক স্কুলশিক্ষার্থী। নির্মাণকাজের কারণে দখল হয়ে আছে সড়কের অর্ধেকটাই। ফলে সব সময় লেগে থাকে যানজট। সড়কের এক পাশে গর্তে জমে আছে পানি। ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে এক শিক্ষার্থী।কাদাপানির ভেতর দিয়ে যেন চলা দায়। কোনটা সড়ক, কোনটা ফুটপাত বোঝার উপায় নেই। মাটির স্তূপে ঢেকে গেছে ফুটপাত। সংকুচিত হয়ে গেছে ফুটপাত। চলাচলে কষ্ট হয় শিক্ষার্থীদের। চলতে গিয়ে একটু এদিক-সেদিক হলেই ঘটতে পারে বিপদ। নির্মাণকাজের কারণে সব সময় ধুলায় ঢেকে থাকে সড়ক। সংকীর্ণ ফুটপাত দিয়েই চলাচল করতে হচ্ছে সবাইকে।