দেশজুড়ে কোটাবিরোধী আন্দোলন

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবি আদায়ে আজ শনিবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। ১ জুলাই থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা টানা আন্দোলন করছেন। আজ রাজধানী ঢাকাসহ পাবনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও টাঙ্গাইলে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন চাকরিপ্রত্যাশীরা।

কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
ছবি: তানভীর আহাম্মেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে মুখর শাহবাগ এলাকা
ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
কোটা বাতিলের দাবিতে ময়মনসিংহ নগরের টাউন হল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা
রংপুর নগরের মডার্ন মোড় অবরোধ করে বিক্ষোভ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করেন
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা