সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবি আদায়ে আজ শনিবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। ১ জুলাই থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা টানা আন্দোলন করছেন। আজ রাজধানী ঢাকাসহ পাবনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও টাঙ্গাইলে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন চাকরিপ্রত্যাশীরা।