কুয়াশা মোড়ানো সকাল

শীতের সকাল মানে কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতি। পৌষে এসে প্রতিদিনই পাবনায় দেখা যাচ্ছে এমন সকাল। সেই সঙ্গে তাপমাত্রাও কমতে শুরু করেছে। বৃহস্পতিবার ভোর থেকে প্রায় দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। দুপুরের পর সূর্যের আগমন ঘটলেও তা ছিল তেজহীন। কুয়াশামাখা সকালে পাবনা সদরের বিভিন্ন এলাকা ঘুরে তোলা এসব ছবিতে উঠে এল জনজীবনের ছোট ছোট গল্প।

ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। দিনেও আলো জ্বালিয়ে সড়কে চলছে গাড়ি
ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। দিনেও আলো জ্বালিয়ে সড়কে চলছে গাড়ি
কুয়াশা মোড়ানো সকালে সূর্যের দেখা মিললেও তা ছিল তেজহীন–ম্লান
শীত উপেক্ষা করে ভর্তুকি মূল্যে চাল–আটা কিনতে স্বল্প আয়ের মানুষের ভিড়
শীতের পোশাক জড়িয়ে শিশুকে নিয়ে বের হয়েছেন অভিভাবক
শীতের সকালে সাইকেলে করে বিদ্যালয়ের পথে শিক্ষার্থীরা
শীতের সকালে কাজে বের হয়েছেন কর্মজীবীরা