তিস্তা নদীতে পানি কমে গেলে নানা কৌশলে মাছ ধরেন জেলেরা। এসব কৌশলের একটি ‘কাঠিমারা’ পদ্ধতি। এই পদ্ধিতে রশিতে ইটের টুকরা গেঁথে লম্বা একধরনের কাঠি তৈরি করা হয়। সেগুলো নদীতে ফেলে দুদিক থেকে টেনে আনা হয়। নদীর তলদেশে থাকা ছোট মাছ তখন কাঠির আঘাত পেয়ে পাতানো জালের দিকে আসতে থাকে। তখন জালে আটকা পড়ে ছোট আকারের নানা ধরনের মাছ। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকার জেলেদের ‘কাঠিমারা’ কৌশলে মাছ ধরার কিছু মুহূর্ত।