ছবিতে আগা মসিহ লেন জামে মসজিদ

পুরান ঢাকার আগা মসিহ জামে মসজিদটি আধুনিক স্থাপত্যের নান্দনিকতা ও বৈভব নিয়ে দাঁড়িয়ে আছে। বর্তমান মসজিদটি আট তলা হলেও আগে তা ছিল না। এখানে ছিল তিন গম্বুজবিশিষ্ট মোগল স্থাপত্য রীতির একটি একতলা মসজিদ। সংস্কার করে টিকিয়ে রাখা সম্ভব হয়নি বলে নতুন করে মসজিদটি নির্মাণ করা হয়েছে।

আগা মসিহ লেন জামে মসজিদের সামনের চিত্র
আগা মসিহ লেন জামে মসজিদের সামনের চিত্র
মসজিদের ভেতরে স্বচ্ছ টাইলস, জানালায় কারুকাজ
মসজিদের ভেতরে নামাজের স্থান। ঝাড়বাতি ঝুলছে
মসজিদে প্রবেশপথ।
জানালার গ্রিলগুলো নকশা করে তৈরি করা
আদি মসজিদটি নেই। তবে বর্তমান মসজিদ নির্মাণে নানা ক্ষেত্রে আদি মসজিদের নকশা অনুসরণ করা হয়েছে