দাঁতরাঙা ফুলের হাসি

ফুলের নাম ‘দাঁতরাঙা’। গুল্মজাতীয় গাছের সবুজ পাতার মাঝে পাপড়ি মেলে উঁকি দেওয়া বেগুনিরঙা এই ফুলের দেখা মেলে পাহাড়-টিলার মেঠো পথে। ফুলের মাঝে হলুদরঙা কেশর সৌন্দর্য বাড়িয়ে দেয় এই বুনো ফুলের। গ্রীষ্ম ও বর্ষায় ফুল ফোটার উপযুক্ত সময়। বর্ষাকালে বৃষ্টির ফোঁটায় আরও মায়াবী রূপ ধারণ করে। দাঁতরাঙার হাসি চওড়া হলেও এ ফুলে কোনো গন্ধ নেই। সিলেট অঞ্চলের পাহাড়-টিলার চা-বাগান এলাকায় ঝোপঝাড়ে দেখা মেলা এই ফুলের রয়েছে হরেক নাম। এলাকাভেদে এ নাম লুটকি, ফুটকি বা ফুটুল। তবে বেগুনি ‘দাঁতরাঙা’ নামে বেশি পরিচিত। গাছের পাতা দেখতে তেজপাতার মতো হওয়ায় অনেকের কাছে এর নাম ‘বন তেজপাতা’।—আনিস মাহমুদ

সবুজ পাতার মাঝে ফুটে আছে বুনো ফুল দাঁতরাঙা।
সবুজ পাতার মাঝে ফুটে আছে বুনো ফুল দাঁতরাঙা।
টিলার গা ঘেঁষে ওঠা গাছে ফুটে আছে ফুল
বৃষ্টির ফোঁটা সৌন্দর্য বাড়িয়েছে দাঁতরাঙার
সবুজ পাতার এক বেগুনি ফুল দাঁতরাঙা
বেগুনির মাঝে হলুদ কেশর
পাতা দেখতে ঠিক তেজপাতার মতো।
পেছন থেকে দেখতে যেমন দাঁতরাঙা
দাঁতরাঙা ফল।
ফল থেকে ফুলের কলি বের হয়।
পাহাড়-টিলার পথের ধারে দেখা মেলে এই ফুলের।
বৃষ্টিভেজা দাঁতরাঙায় ফড়িংয়ের বিচরণ
সবুজ ঘাসের ওপর বেগুনি দাঁতরাঙা সত্যি সুন্দর।