দেশজুড়ে থাকা অনন্য শিক্ষকদের খুঁজে বের করে সম্মানিত করার জন্য চতুর্থবারের মতো আয়োজিত হলো ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২’। মানুষ গড়ার কারিগর ১ হাজার ৭৭৯ জন শিক্ষক থেকে জুরিবোর্ডের মাধ্যমে যাচাই করে ৯ জন শিক্ষককে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।
প্রিয় শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে এসে প্রতীকী ‘শ্রেণিকক্ষে’ আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানএবার সম্মাননা পাওয়া ৯ জনসহ এ পর্যন্ত প্রিয় শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষকদের ছবি ও পরিচিতি–সংবলিত প্রকাশনা দেখছেন অতিথিরা।স্কুলের ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে শুরু হয় প্রিয় শিক্ষক সম্মাননা অনুষ্ঠান।দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।প্রিয় শিক্ষক সম্মাননা অনুষ্ঠান নিয়ে কবির বকুলের লেখা পুঁথিকে গানে রূপ দিয়ে পরিবেশন করেন সাজিদ ফাতেমী ও তাঁর দল নকশীকাঁথা।প্রিয় শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন অতিথিরা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম।সম্মাননা পাওয়া শিক্ষকদের মঞ্চে নিয়ে যাচ্ছে উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট সদস্যরা।প্রিয় শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন অতিথিরা।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মুহিন।আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২–এর জুরিবোর্ডের সদস্যরা।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ অবলম্বনে নৃত্য পরিবেশনায় আশনা হাবিব ভাবনা ও তাঁর দল।প্রিয় শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।প্রিয় শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন অতিথিরা।প্রিয় শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষকদের সঙ্গে ছবি তোলেন অতিথিরা।