দেশজুড়ে থাকা অনন্য শিক্ষকদের খুঁজে বের করে সম্মানিত করার জন্য চতুর্থবারের মতো আয়োজিত হলো ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২’। মানুষ গড়ার কারিগর ১ হাজার ৭৭৯ জন শিক্ষক থেকে জুরিবোর্ডের মাধ্যমে যাচাই করে ৯ জন শিক্ষককে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।