সনাতন ধর্মাবলম্বীদের শিবপূজা

সনাতনী সম্প্রদায়ের ভক্তরা উদ্‌যাপন করেছে শিবপূজা। তারকেশ্বরের আবির্ভাব উপলক্ষে প্রতিবছরই সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ শিবপূজা করেন। গত সোমবার ভোর থেকে পুণ্যার্থীরা বিভিন্ন আচারের মধ্য দিয়ে শিবপূজা করেন। শিবপূজার বিভিন্ন ছবি নিয়ে এই ছবির গল্প।

ভৈরব নদে স্নান করে নদের পানি ঘটিতে নিয়ে উঠছেন ভক্তরা।
ভৈরব নদে স্নান করে নদের পানি ঘটিতে নিয়ে উঠছেন ভক্তরা।
দলে দলে স্নান শেষে মন্দিরে অগ্রসর হন শিবের ভক্তরা।
পূজায় ব্যবহৃত হয় আকন্দ ফুল। ২০ টাকা এক ছড়া বিক্রি করছেন একজন।
হিন্দুধর্মের ভক্তদের ব্যবহারের জিনিস বিক্রি করতে সাজিয়েছেন একজন।
শিবের পূজা চলছে।
পূজা শেষে একে অপরকে সিঁদুর দিচ্ছেন নারীরা।
৩০০ বছরের অধিক পুরোনো খুলনার জোড়া শিবমন্দির। রেলস্টেশন-সংলগ্ন এলাকায় ভৈরব নদের পাড়ে এই মন্দির অবস্থিত।  
শিবপূজা চলাকালে মন্দিরের ঘণ্টা বাজাচ্ছেন এক ভক্ত।
পূজায় ব্যবহৃত হয় বেলপাতা, তা সংগ্রহ করছেন এক নারী।
হিন্দুধর্মের বিভিন্ন দেব-দেবীর প্রতিমা বিক্রি করতে বসেছেন এক নারী।