ভালোবাসার বাহারি গোলাপ

পাবনার ফুলচাষি শরিফুল আলম বাণিজ্যিক ভিত্তিতে গোলাপের চাষ করেছেন। বাড়ির পাশে প্রায় দুই বছর ধরে এই ফুলের বাগান গড়ে তুলেছেন তাঁরা তিন ভাই। সেখানে কাজ করেন আরও পাঁচজন। স্থানীয় চাহিদা মিটিয়ে এই বাগানের ফুল যাচ্ছে ঢাকায়। বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে বেড়েছে তাঁদের কর্মব্যস্ততা। পাবনা সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামের ফুলচাষিদের নিয়ে এই ছবির গল্প।

বাণিজ্যিক ভিত্তিতে গোলাপবাগান তৈরি করা হয়েছে
বাণিজ্যিক ভিত্তিতে গোলাপবাগান তৈরি করা হয়েছে
বাগানে ফুটে আছে লাল গোলাপ
কুয়াশাঘেরা ভোরে ফুল তুলছেন চাষিরা
ফুল তোলার কাজে ব্যস্ত কর্মীরা
গাছ থেকে ফুল কাটার পর তা নেওয়া হয় গামলায়
ভালোবাসা দিবসে লাল গোলাপের চাহিদা থাকে বেশি
বসন্তবরণে চাহিদা থাকে হলুদ গোলাপের
ফুলের সঙ্গে ছবি তুলছেন এক দর্শনার্থী
পুরোনো গাছের পাশে নতুন গাছ লাগিয়ে বাগান বড় করা হচ্ছে
বিক্রির জন্য ফুল গুনে রাখা হচ্ছে
বাগানে ঘুরতে এসে ফুল কিনে নিয়ে যেতে পারেন দর্শনার্থীরা