চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবারও উত্তাল ছিল ক্যাম্পাস। এদিন টানা চতুর্থ দিনের মতো শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুটি বাসে আগুন দিয়েছেন।