শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল চুয়েট ক্যাম্পাস

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবারও উত্তাল ছিল ক্যাম্পাস। এদিন টানা চতুর্থ দিনের মতো শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুটি বাসে আগুন দিয়েছেন।

দুই সহপাঠী নিহতের প্রতিবাদে সারা দিন আন্দোলন করেন শিক্ষার্থীরা।
দুই সহপাঠী নিহতের প্রতিবাদে সারা দিন আন্দোলন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ছিল ক্যাম্পাস।
আন্দোলনের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর বাসে আগুন দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
ক্যাম্পাসের ভেতরে গোলচত্বরের সামনে জ্বলছে একটি বাস।
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চুয়েট ক্যাম্পাসের মূল ফটকের সামনে আরও একটি বাসে আগুন দেওয়া হয়।
শিক্ষার্থীরা বাসে আগুন দেওয়ার পর আতঙ্কে ছুটতে থাকেন অনেকে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বাসে আগুন দেওয়ার পর সড়কে থমকে যায় অনেক যানবাহন।
আগুন দেওয়ার আগে ক্যাম্পাসে ছিল বাসটি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্যের দপ্তরসহ প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর ও প্রশাসনিক ভবনের সামনে স্লোগান লিখে রাখেন শিক্ষার্থীরা।