জল-পাহাড়-মেঘের মিতালি

ধলাই নদের পানি কমে যাওয়া এবং বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় খুলে দেওয়া হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্র। জল-পাহাড়-মেঘের মিতালি দেখতে এখানে ছুটে এসেছেন অনেকেই। তবে আগের তুলনায় পর্যটকের সংখ্যা বেশ কম। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে তোলা ছবিতে দেখে নেওয়া যাক এই সময়ের সাদা পাথর এলাকা—

জল-পাহাড়-মেঘের মিতালি
জল-পাহাড়-মেঘের মিতালি
নৌকায় করে ধলাই নদের জলে ভেসে সাদা পাথর এলাকার সৌন্দর্য দেখেন অনেকেই।
ধলাই নদের স্বচ্ছ জল আর পাহাড়ের ওপর মেঘের আলিঙ্গন।
সাদা পাথর এলাকায় পর্যটকবাহী সারি সারি নৌকা।
পর্যটকের অপেক্ষায় নৌকা নিয়ে বসে আছেন মাঝি।
নৌকায় চেপে সাদা পাথরে যাচ্ছেন দুই পর্যটক।
বন্যার কারণে এবারের মৌসুমে সাদা পাথরে পর্যটকের আনাগোনা কম। অলস বসে রয়েছে নৌকাগুলো।
চারদিকে পানি, মাঝখানে ভেসে উঠেছে বড় বড় পাথর। সেখানে সময় কাটাচ্ছেন পর্যটকেরা।