রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম। বেশি গরমের কারণে এবার নির্ধারিত সময়ের ১০ দিন আগেই শুরু হয়েছে স্বাদ ও গন্ধে অনন্য এই আম পাড়া ও বিপণন। মৌসুমি এই ফলের চাহিদা রয়েছে দেশের বাইরেও। রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকা থেকে ছবিগুলো সম্প্রতি তোলা।
মঈনুল ইসলামরংপুর
আম পাড়তে প্রস্তুত হচ্ছেন এক চাষি
বিজ্ঞাপন
গাছে গাছে ঝুলে আছে আম
বিজ্ঞাপন
আম পাড়ছেন এক চাষিগাছে উঠে পাড়া হচ্ছে আমদিগন্তবিস্তৃত আমের বাগানএটিই হাঁড়িভাঙা আমের মাতৃগাছমাতৃগাছ রোপণকারী নফল উদ্দিন পাইকারের ছেলে আমজাদ হোসেন পাইকারগাছ থেকে পাড়া আম দেখাচ্ছেন এক চাষিহাটে নিয়ে যাওয়া হচ্ছে ক্যারেটবোঝাই আমহাটে তোলার পর দরদাম করছেন পাইকারআম কেনার পর ওজন করা হচ্ছেট্রাকে তোলা হচ্ছে আমের ক্যারেট। যাবে দেশের বিভিন্ন গন্তব্যেপাইকারি ব্যবসায়ীরা বাঁশের তৈরি এসব বড় ঝুড়িতেও আম বিভিন্ন গন্তব্যে পাঠানঅনলাইন ব্যবসায়ীরা গ্রাহকের কাছে পাঠাতে আম টিস্যুতে মুড়িয়ে নিচ্ছেন