স্বাদে-গন্ধে অনন্য হাঁড়িভাঙা আম

রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম। বেশি গরমের কারণে এবার নির্ধারিত সময়ের ১০ দিন আগেই শুরু হয়েছে স্বাদ ও গন্ধে অনন্য এই আম পাড়া ও বিপণন। মৌসুমি এই ফলের চাহিদা রয়েছে দেশের বাইরেও। রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকা থেকে ছবিগুলো সম্প্রতি তোলা।

আম পাড়তে প্রস্তুত হচ্ছেন এক চাষি
আম পাড়তে প্রস্তুত হচ্ছেন এক চাষি
গাছে গাছে ঝুলে আছে আম
আম পাড়ছেন এক চাষি
গাছে উঠে পাড়া হচ্ছে আম
দিগন্তবিস্তৃত আমের বাগান
এটিই হাঁড়িভাঙা আমের মাতৃগাছ
মাতৃগাছ রোপণকারী নফল উদ্দিন পাইকারের ছেলে আমজাদ হোসেন পাইকার
গাছ থেকে পাড়া আম দেখাচ্ছেন এক চাষি
হাটে নিয়ে যাওয়া হচ্ছে ক্যারেটবোঝাই আম
হাটে তোলার পর দরদাম করছেন পাইকার
আম কেনার পর ওজন করা হচ্ছে
ট্রাকে তোলা হচ্ছে আমের ক্যারেট। যাবে দেশের বিভিন্ন গন্তব্যে
পাইকারি ব্যবসায়ীরা বাঁশের তৈরি এসব বড় ঝুড়িতেও আম বিভিন্ন গন্তব্যে পাঠান
অনলাইন ব্যবসায়ীরা গ্রাহকের কাছে পাঠাতে আম টিস্যুতে মুড়িয়ে নিচ্ছেন