ছবিতে গণভবনের পরিস্থিতি

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়েন অসংখ্য মানুষ। গণভবনের ভেতরে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয়েছে। সেখান থেকে আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। আজ সোমবার বেলা তিনটার দিকে এমন পরিস্থিতি দেখা গেছে।

গণভবনের সামনে উল্লসিত মানুষ। গণভবনের ভেতরেও ঢুকে পড়ে অসংখ্য মানুষ।
গণভবনের সামনে উল্লসিত মানুষ। গণভবনের ভেতরেও ঢুকে পড়ে অসংখ্য মানুষ।
ফ্যান খুলে নিয়ে যেতে দেখা যায় একজনকে।
গণভবনের ভেতরে থাকা পোষা প্রাণী নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
গণভবনের ভেতরে বাঁধাই করা চিত্রকর্ম ও ভাঙা ক্যানভাস হাতে দুজন।
গণভবন থেকে আসবাব নিয়ে বেরিয়ে যান কেউ কেউ।
গণভবনের ভেতরে মূল ভবনের সামনে মানুষজনের অবস্থান।
গণভবনের ভেতরে ভবনের সামনে বিভিন্ন আসবাব নিয়ে কেউ কেউ বসে পড়েছেন।
গণভবনের ভেতরে থাকা তৈজসপত্র হাতে এক ব্যক্তি।
আসবাব নিয়ে যাচ্ছে কেউ কেউ।
পোষা প্রাণী নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
গণভবনের ভেতরে আগুন দেওয়া হয়।
গণভবনে পতাকা উড়িয়ে উচ্ছ্বাস।