দয়াগঞ্জে বেহাল সড়ক

রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কটি গ্রীষ্মে পরিণত হয় ধুলার রাজ্যে। আর বর্ষায় ছোটখাটো ডোবা কিংবা নর্দমার রূপ নেয়। কখনো কখনো সড়কে জমে থাকা কাদাপানিতে রিকশা উল্টে যাচ্ছে। কাদায় আটকে হঠাৎ গাড়ি বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সড়কের অবস্থা এতটাই খারাপ যে হেঁটে যাওয়ার সুযোগ নেই। এমন অবস্থায় ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় লোকজনকে। বৃহস্পতিবার দুপুরে তোলা ছবিতে সেই দৃশ্য তুলে ধরা হচ্ছে।

খানাখন্দে ভরা সড়ক থেকে বাঁচতে অনেকেই বাধ্য হয়ে উল্টো পথে যাওয়ার চেষ্টা করেন।
খানাখন্দে ভরা সড়ক থেকে বাঁচতে অনেকেই বাধ্য হয়ে উল্টো পথে যাওয়ার চেষ্টা করেন।
ছোটখাটো ডোবায় পরিণত হয়েছে সড়ক।
চাকা গর্তে পড়ে যাওয়ায় কাত হয়ে পড়েছে অটোরিকশাটি। শিশুকে আগলে রেখে পা দিয়ে সামলে নিচ্ছেন অটোরিকশার যাত্রী।
পণ্যবাহী ভ্যান নিয়ে বিপাকে এক চালক।
ওপর দিয়ে চলে গেছে রেললাইন। তাই সেই লাইনের নিচ দিয়ে যানবাহন ও পথচারীদের জন্য তিনটি রাস্তা থাকলেও একটিকে অচল করে রাখা হয়েছে।
সড়কের দুই পাশে পানি জমে আছে।
ঝুঁকি নিয়ে রিকশায় চলাচল করতে হয়। একটু এদিক–সেদিক হলেই ঘটতে পারে দুর্ঘটনা।
দীর্ঘদিনেও সড়কটির সংস্কার করা হয়নি। এর মধ্যেই ভরা বর্ষায় নতুন করে চলছে সড়ক খোঁড়াখুঁড়ি।
সড়কের এমন অবস্থায় বাসিন্দাদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ।
ভোগান্তির এই দৃশ্য প্রতিদিনের হলেও সমাধানে নেই কোনো উদ্যোগ।