আমন রোপণে কৃষকের ব্যস্ততা

আমন রোপণের মৌসুম এখন। সিলেটের বিভিন্ন এলাকায় আমন ধান চাষ করেন কৃষকেরা। সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁরা এখন ব্যস্ত আমন ধানের চারা রোপণ করতে। বীজতলা থেকে হালিচারা সংগ্রহ করে জমিতে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ছবিগুলো বুধবার সিলেট সদরের উমাইরগাঁও এলাকা থেকে তোলা।

আমনের চারা হাতে হাস্যোজ্জ্বল কৃষক
আমনের চারা হাতে হাস্যোজ্জ্বল কৃষক
বীজতলা থেকে হালিচারা তুলছেন এক তরুণ কৃষক
রোপণের জন্য জমিতে রাখা হয়েছে চারা
আমনের চারা হাতে জমিতে নেমেছেন এক তরুণ
আমন ধানের চারা রোপণ করছেন দুই কৃষক
জুতা ও ছাতা রেখে জমিতে নেমেছেন কৃষক
নিজেদের জমিতে আমন ধানের চারা রোপণে এসেছে এক শিশু
আমনখেত দেখে বাড়ি ফিরছেন দুজন
ওষুধ ছিটানোর প্রস্তুতি নিচ্ছেন এক কৃষক
অগ্রহায়ণে রোপণ করা আমন ধানে হবে নবান্ন