প্রখর রোদে মাঠে কিষান-কিষানি

সকাল থেকেই চড়া রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও বাড়তে শুরু করে। প্রখর রোদের মধ্যে বাইরে বের হওয়াই দায়। কিন্তু এর মধ্যেও জীবিকার তাগিদে মাঠে যেতে হয় চাষিদের। রোদের তেজ আর গরম উপেক্ষা করে কাজ করতে হয় খেতে। বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে ছবিগুলো আজ শনিবার তোলা।

প্রখর রোদে মাঠে কাজের ফাঁকে পানি পান করছেন কৃষক।
রোদ থেকে রক্ষা পেতে ছাতা মেলে খেতে নিড়ানি দিচ্ছেন এক নারী।
খেতে কাজের ফাঁকে ভাত খাওয়া শেষে প্লেটে করে পানি পান করছেন এক কৃষক।
ছাতা মেলে কচুর মুখি পরিষ্কার করছেন এক কিষান-কিষানি।
প্রখর রোদে খেত থেকে ফিরছেন এক নারী।
রোদে মাটি কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছেন কৃষক।
প্রচণ্ড গরমে নিজে মই টেনে ফসল বোনার জন্য জমি প্রস্তুত করছেন কৃষক।