কৃষক জেল হক ফকিরের ব্যস্ততা শুরু হয় সাতসকালেই। তিনি তাঁর বাড়ির অদূরে ১৬ শতাংশ জমিতে ফুলকপির আবাদ করেছেন। কুয়াশাভেজা সকালেই খেতের ফুলকপি কেটে সেখানেই স্তূপ করছেন। পরিবারের সবাই মিলেই ফুলকপির চাষ করেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের এই কৃষক পরিবারের এক সকালের ব্যস্ততা নিয়ে এই ছবির গল্প