ব্যাটারিচালিত রিকশাচালকেরা আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন। মহাখালীতে সড়কের পাশাপাশি তাঁরা রেলপথও অবরোধ করেন। এই অবরোধে ভোগান্তি, হয়রানির শিকার হন নগরবাসী। নগরবাসীর ভোগান্তি-হয়রানির চিত্র তুলে ধরেছেন জাহিদুল করিম, সাজিদ হোসেন ও তানভীর আহাম্মেদ।
মহাখালীতে অবরোধকালে ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত হয়ে ছুটছেন দুই নারীবছিলায় অবরোধ-সংঘর্ষের মধ্যে অসুস্থ মাকে নিয়ে নিরাপদে যাওয়ার চেষ্টাবছিলায় অবরোধে শিক্ষার্থী-অভিভাবকেরা দুর্ভোগে পড়েনবছিলায় পায়ে চালিত ভ্যানচালকদের ওপর মারমুখী ব্যাটারিচালিত রিকশাচালকআগারগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের বাধার মুখে মোটরসাইকেল আরোহীবছিলায় পণ্যবাহী পিকআপে হামলামহাখালীতে অবরোধের কারণে যান চলাচল বন্ধআগারগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের বাধার মুখে সিএনজিচালিত অটোরিকশা আগারগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের বাধার মুখে ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার)বছিলায় অবরোধের কারণে হেঁটে গন্তব্যে যাচ্ছেন এক নারী, তাঁর সঙ্গে এক শিশুআগারগাঁওয়ে অবরোধে যান চলাচল বন্ধমহাখালীতে রেলপথ অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধমহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের বাধার মুখে মোটরসাইকেলের চালকেরা