বগুড়া শহরের প্রায় ১২ কিলোমিটার উত্তরে গোকুল ও ধাওয়াকোলা গ্রাম। সেখানে শতাধিক নার্সারিতে গোলাপগাছের চারা তৈরি হচ্ছে কলম পদ্ধতিতে। বিক্রির জন্য এসব চারা যায় দেশের বিভিন্ন জায়গায়। ছবিগুলো সম্প্রতি তোলা।
কলম পদ্ধতিতে চারা তৈরি করতে কাটা হচ্ছে গোলাপের ডাল। চারা তৈরির জন্য গুটি কাটছেন এক শ্রমিক।কলম করার পর ডালে পলিথিন বেঁধে দিচ্ছেন এক শ্রমিক।অঙ্কুরোদ্গম শুরু হয়েছে কলম করা গোলাপ চারার।ছেঁটে দেওয়া হচ্ছে গোলাপগাছের কুশি। গোলাপের চারা পরিচর্যায় ব্যস্ত দুই নারী শ্রমিক। ফুল ফুটেছে কলম করা গোলাপগাছে।গোলাপ বাগানে কাজে ব্যস্ত একদল নার্সারির মালিক ও শ্রমিক। বড় হয়ে গেছে কলম করা গোলাপগাছ। বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। ফুটেছে গোলাপ।