বিগত কয়েক বছরে নগরে সাতটি ছড়া ও জলাধারের আশপাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে (হাঁটাপথ) নির্মাণ করেছে সিটি করপোরেশন। সব কটি ওয়াকওয়ের মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে চার কিলোমিটার। ওয়াকওয়েগুলোর সৌন্দর্য উপভোগ করতে নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা ঘুরতে আসেন। ছুটির দিনে ওয়াকওয়েতে থাকে বাড়তি ভিড়। স্বাস্থ্যসচেতন মানুষ সকালে এসব ওয়াকওতে হাঁটেন। ছবিগুলো সম্প্রতি সিলেট নগরের সাগরদিঘিরপাড় ও গোয়াবাড়ি এলাকা থেকে তোলা।