গলদা চিংড়ির পোনা চাষ

দেশের বাজারে চাহিদা বেশ। রপ্তানিও হয়। তাই অনেকে গলদা চিংড়ির পোনা চাষ করছেন। তাঁদের একজন মোহাম্মদ ইয়াছিন। বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায়। এ বছর নিজের ৪টি পুকুর ও হ্যাচারির ১৩টি কনটেইনারে গলদা চিংড়ির পোনা চাষ করেছেন তিনি। ছবিগুলো সম্প্রতি তোলা।

হ্যাচারিতে গলদা চিংড়ির পোনার যত্ন নিচ্ছেন ইয়াছিন ও তাঁর কর্মীরা।
হ্যাচারিতে গলদা চিংড়ির পোনার যত্ন নিচ্ছেন ইয়াছিন ও তাঁর কর্মীরা।
ইটের তৈরি হাউসে বিভিন্ন ধাপে চলে গলদা চিংড়ির পোনা চাষ।
পুকুরে থাকা গলদা চিংড়ির পোনা পর্যবেক্ষণ করছেন দুজন।
একটি পাত্রে নিয়ে গলদা চিংড়ির পোনা দেখাচ্ছেন একজন।
পাত্রে নিয়ে দেখানো হচ্ছে গলদা চিংড়ির লার্ভার প্রাথমিক ধাপ।
অণুবীক্ষণ যন্ত্রের নিচে গলদা চিংড়ির লার্ভা পরীক্ষা করছেন একজন।
এসব সরঞ্জাম দিয়ে পরীক্ষা করা হয় গলদা চিংড়ির লার্ভা।
হ্যাচারির প্রবেশপথে রাখা হয়েছে রাসায়নিক মেশানো পানি। প্রবেশের আগে তাতে পা ডুবিয়ে পরিষ্কার করে নিতে হয়।
টিউবে নিয়ে গলদা চিংড়ির লার্ভা পরীক্ষা করে দেখা হচ্ছে।
গলদা চিংড়ির লার্ভায় অক্সিজেন সরবরাহ করছেন একজন।  
বড় বড় এসব পাত্রে করে নিয়ে যাওয়া হয় গলদা চিংড়ির পোনা।
পানিতে ভাসছে গলদা চিংড়ির কিছু পোনা।