বিপুল ব্যয়ে আওয়ামী লীগ সরকারের স্টেশনবিলাস

বিপুল ব্যয়ে দেশের বিভিন্ন জেলায় নির্মাণ করা হয়েছে রেলস্টেশন। রেলওয়ে সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের গত সাড়ে ১৫ বছরে রেলের যাত্রীসেবা উন্নত করা হয়নি। কেনা হয়নি রেলের প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচ। জনবলেরও ঘাটতি রয়েছে। অথচ এই সময় বিপুল ব্যয়ে নতুন রেললাইনের পাশাপাশি স্টেশন ভবন নির্মাণ ও মেরামত করা হয়েছে। যদিও এসব স্টেশন দিয়ে ট্রেন চলে না কিংবা চললেও থামে না। ফলে সাধারণ মানুষের তা কোনো কাজে লাগছে না। গত দুই দিনে তোলা এমন কয়েকটি স্টেশনের ছবি নিয়ে এই গল্প।

ঢাকার কমলাপুর রেলস্টেশনের আদলে গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৫৮ কোটি টাকায় বঙ্গবন্ধু হাইটেক সিটি স্টেশনটি নির্মাণ করা হয়। এখানে থামে মাত্র দুটি ট্রেন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মালামাল পরিবহনের জন্য পাবনার ঈশ্বরদীতে নির্মাণ করা হয় স্টেশনটি। তবে এ স্টেশন দিয়ে এখনো রেল চলাচল শুরু হয়নি
পাকশী হার্ডিঞ্জ ব্রিজ ও পারমাণবিক প্রকল্পের খুব কাছেই রূপপুর রেলস্টেশনটি
রূপপুর স্টেশনে রাখা মালবাহী ট্রেনের বগি
ফরিদপুরের ভাঙ্গার বামনকান্দায় গ্রামের মধ্যে নির্মাণ করা হয়েছে নতুন রেলওয়ে জংশন। তবে এটি দিয়ে কোনো ট্রেন চলাচল করে না
ভাঙ্গা জংশনের সিগনাল
ভাঙ্গা জংশন থেকে বের হওয়ার সড়ক