উপজেলা নির্বাচন: সকালে ভোটার কম

উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে। চলবে বিকেল চারটা পর্যন্ত। কিছু কেন্দ্র ভোটার উপস্থিতি থাকলেও বেশির ভাগ কেন্দ্র সকালের দিকে ছিল ফাঁকা। প্রথম ধাপের ভোট হবে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ১৩৯টি উপজেলা পরিষদে। সারা দেশের ভোটের চিত্র দিয়ে ছবির গল্প।

প্রথম ধাপে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অলস সময় পার করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল সাড়ে নয়টায় উপজেলার হেতিমগঞ্জ এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র
সকালে ভোটার উপস্থিতি কম রাজশাহীর তানোরের কালিগঞ্জ হাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে। সকাল ৯টার দিকের চিত্র
সকাল ৯টা বেজে গেলেও এখনো একজন ভোটারও আসেননি ভোট দিতে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে হাজী আবদুল মালেক উচ্চবিদ্যালয় কেন্দ্রে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালপুর আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সকাল পৌনে ১০টার চিত্র
সকাল সাড়ে নয়টার দিকে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভোটারদের লাইন মুগারচর কে আলী উচ্চবিদ্যালয়ে
নির্বাচনে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার আহমেদ উল্লাহ হাইস্কুলে সকাল সাড়ে নয়টা বাজলেও ভোটারশূন্য কেন্দ্রটি। অলস সময় পার করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
সুনামগঞ্জের দিরাই উপজেলার শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল নয়টার দিকের চিত্র
সকাল সাড়ে আটটার দিকে মুন্সিগঞ্জ জামালদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার নেই
গাজীপুর সদর উপজেলার জানাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। সকাল পৌনে নয়টার চিত্র
ভোটারশূন্য কেন্দ্র। সকাল সাড়ে আটটার দিকে পিরোজপুর সদরের আলামকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চিত্র
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা ২০ মিনিটে উপজেলার বন্দুয়া দৌলতপুর স্কুল কেন্দ্রের চিত্র
মাদারীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আছমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন। সকাল নয়টার চিত্র
চট্টগ্রামের সীতাকুণ্ড ইমামনগর ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সকাল সাড়ে আটটার দিকের চিত্র