এই গরমে টেকা দায়

দেশের বড় অংশজুড়ে চলছে দাবদাহ। গরম বাতাস বইছে সর্বত্র। এতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম। বাইরে বের হওয়া লোকজন রোদ থেকে বাঁচতে হাতের কাছে যা কিছু আছে, তা দিয়ে মাথা ঢাকার চেষ্টা করছেন। কেউ গলা জুড়াচ্ছেন আইসক্রিম বা পানি খেয়ে। ছবিগুলো আজ দেশের বিভিন্ন এলাকার।

এক হাত দিয়ে মাথার ওপর ছাতা ধরে রোদের আঁচ ঠেকিয়ে অন্য হাতে বাইসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। হাবেলি গোপালপুর, সদর উপজেলা, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
মাথার ওপর তালগাছের পাতা মেলে রোদের আঁচ ঠেকিয়ে গন্তব্যে যাচ্ছেন এক নারী। মদনখালী, সদর উপজেলা, ফরিদপুর
গরমে টিকতে না পেরে গায়ের পোশাক মাথায় মেলে ধরে রোদের মধ্যে হাঁটছেন এক ব্যক্তি। ভাটি লক্ষ্মীপুর, ফরিদপুর
গরমে স্বস্তি পেতে নদীতে নেমে পড়েছে মহিষের পাল। দুপুর সোয়া ১২টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদীর চরনিমদী খেয়াঘাট এলাকায়
বিদ্যালয়ের ছুটি শেষে বাড়িতে ফেরার পথে আইসক্রিম খেয়ে তৃষ্ণা মেটাচ্ছে এক শিক্ষার্থী। পুলিশ লাইনস স্কুল ও কলেজের সামনে, রংপুর, ৫ জুন
দিনে দিনে বাড়ছে গরমের দাপট। গ্রীষ্মের অসহনীয় গরমে অষ্ঠাগত প্রাণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ আর গরমে হাঁপিয়ে উঠছেন লোকজন। গরম থেকে রেহাই পেতে শরীরে পানি ঢালছেন এক ব্যক্তি। বেলা ১১টার দিকে, রেলস্টেশন এলাকা, সিলেট
গরমে বেশি ভোগান্তিতে পড়েন দিনমজুরেরা। গরমের মধ্যে পানি সরবরাহের জন্য ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছেন এই ব্যক্তি। কদমতলি এলাকা, সিলেট
সূর্যের উত্তাপ থেকে নিজেকে রক্ষায় গামছা দিয়ে মাথা-মুখ ঢেকেছেন তিনি। শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর, রাজশাহী
রোদের মধ্যে শিশুদের ছোট্ট ছাতা নিয়েই বাইরে বেরিয়েছেন এই নারী। বন্দরের হাজী সাহেবের মোড় এলাকায়, নারায়ণগঞ্জ, ৫ জুন
গরমের মধ্যে বাইরে বেরিয়ে বোতলের পানিতে গলা ভিজিয়ে নিচ্ছেন এক ব্যক্তি। সার্কিট হাউসের সামনের সড়ক, বগুড়া