শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি কেন্দ্র করে আজ রোববার রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মারধরের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। নূর হোসেন চত্বরের কাছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে।