শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি কেন্দ্র করে আজ রোববার রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মারধরের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। নূর হোসেন চত্বরের কাছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে।
শহীদ নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় গণতন্ত্র মঞ্চ। জিরো পয়েন্ট, গুলিস্তান, ঢাকা, ১০ নভেম্বর।আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এক ব্যক্তিকে পেটানো হচ্ছে। বেলা ১১টার দিকে।বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতে এক ব্যক্তিকে পেটানো হচ্ছে। বেলা ১১টার দিকে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত। মঞ্চে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণজমায়েতে বক্তব্য দেন সারজিস আলম।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণজমায়েতের একাংশ।