ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বিশৃঙ্খলা

দেশের প্রথম এক্সপ্রেসওয়ে হিসেবে পরিচিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। মহাসড়কে পদচারী-সেতু থাকলেও এক্সপ্রেসওয়ে যত্রতত্র দিয়ে পার হন পথচারীরা। নির্দিষ্ট জায়গার পরিবর্তে যেখানে-সেখানে বাস থামিয়ে চলে যাত্রী ওঠানো-নামানো। চলে অবৈধ তিন চাকার যানবাহনও। অনেক মোটরসাইকেল আরোহী আবার চলেন উল্টো পথে। থাকে না মাথায় হেলমেট। মহাসড়কে দেখতে বেড়াতে আসা লোকজন মহাসড়কে ভিড় জমান। সব মিলিয়ে নেই কোনো শৃঙ্খলা। গত ৩০ জুন ও ৩ জুলাই মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা অংশে ছবিগুলো তোলা।

পাশেই পদচারী-সেতু। তবু জীবনের ঝুঁকি নিয়ে এক্সপ্রেসওয়ে পারাপার হচ্ছে মানুষ। মালিগ্রাম এলাকা, ভাঙ্গা, ফরিদপুর, ৩০ জুন।
এটি বাস থামানোর নির্দিষ্ট স্থান নয়, কিন্তু নেটের প্রাচীর কেটে ফাঁক গলে মহাসড়কে এখানে এসে বাসের জন্য দাঁড়ান লোকজন। বগাইল এলাকা, ভাঙ্গা, ফরিদপুর, ৩০ জুন।
এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়কদ্বীপের রেলিং ভেঙে গেছে। সূর্যনগর এলাকা, ভাঙ্গা, ফরিদপুর, ৩০ জুন।
বাস থামানোর নির্দিষ্ট স্থান আছে। কিন্তু সেটি ব্যবহার না করে যেখানে-সেখানে ইচ্ছেমতো এক্সপ্রেসওয়েতে বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো হচ্ছে। সূর্যনগর এলাকা, ভাঙ্গা, ফরিদপুর, ৩০ জুন।
উল্টো পথে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করছে মোটরসাইকেলগুলো। ভাঙ্গা, ফরিদপুর, ৩ জুলাই।
মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। তা-ও আবার চলছে উল্টো পথে। ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ইন্টারসেকশন এলাকা, ভাঙ্গা, ফরিদপুর, ৩ জুলাই।
এক্সপ্রেসওয়েতে এঁকেবেঁকে চলছে মোটরসাইকেলগুলো। চালকদের মাথায় নেই হেলমেট।  ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ইন্টারসেকশন এলাকা, ভাঙ্গা, ফরিদপুর, ৩ জুলাই।
দল বেঁধে চলছে মহাসড়ক পারাপার। ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ইন্টারসেকশন এলাকা, ভাঙ্গা, ফরিদপুর, ৩ জুলাই।
সন্ধ্যা নেমে গেছে। অন্ধকারের মধ্যেই মহাসড়ক পার হচ্ছে এক দল মানুষ। ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ইন্টারসেকশন এলাকা, ভাঙ্গা, ফরিদপুর, ৩ জুলাই।
রাতের মহাসড়কে উল্টো পথে তিন চাকার যান। ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ইন্টারসেকশন এলাকা, ভাঙ্গা, ফরিদপুর, ৩ জুলাই।