চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার পালপাড়ার প্রায় দেড় শ পরিবার মৃৎশিল্প কাজের সঙ্গে জড়িত। বছরজুড়ে মাটির খেলনা, হাঁড়িপাতিল ও প্রতিমা তৈরি হয় সেখানে। তবে মাটির খেলনার জন্য বিশেষ খ্যাতি আছে এ পাড়ার। দেশের বিভিন্ন ছোট-বড় মেলায় এখান থেকে তৈরি পুতুল বা খেলনা সরবরাহ করা হয়। পয়লা বৈশাখ কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন পাল পরিবারের লোকজন।