শরতের রূপ

প্রকৃতিতে এখন শরৎকাল। কাশবনে ফুটে আছে সাদা সাদা কাশফুল। নীল আকাশের নিচে এই শুভ্র কাশফুলই শরতের নিশানা উড়িয়ে রাখে। শরতে প্রকৃতি অপরূপ সাজে সজ্জিত হয়। প্রকৃতির স্নিগ্ধ-শান্ত রূপে সবাই আকৃষ্ট হয়। নীল আকাশের নিচে কাশফুলের দোল খাওয়া দেখতে মানুষ ভিড় জমায় কাশবনে। বাংলাদেশর বিভিন্ন এলাকায় শরতের কিছু চিত্র দিয়ে এই ছবির গল্প।

বাতাসে দোল খাচ্ছে শরতের শুভ্র কাশফুল। সারিঘাট, দক্ষিণ কেরানীগঞ্জ
ছবি: দীপু মালাকার
স্কুলের পাশে খোলা জায়গায় ফুটেছে কাশফুল। টিফিনের ফাঁকে কাশফুল নিয়ে আনন্দে মেতে উঠেছে শিক্ষার্থীরা। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর সদর
শরতের আগমনী বার্তা নিয়ে এই সময় মাঠঘাট কাশফুলে ভরে উঠতে শুরু করেছে। গাছগাছালিতে ঘেরা সবুজ মাঠে যেন সাদা চাদর বিছিয়ে দিয়েছে কাশফুল। লালমাটিয়া, দক্ষিণ সুরমা, সিলেট
বিস্তীর্ণ এলাকাজুড়ে ফুটেছে কাশফুল। বিকেলের আলোয় কাশবনে দুরন্তপনায় মেতেছে শিশুরা। নাভানা সিটি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
ক্যাম্পাস চত্বরে ফুটেছে কাশফুল। কাশফুলের সঙ্গে ছবি তুলছেন এই শিক্ষার্থী। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া
শরতের নীল আকাশের নিচে ফুটেছে কাশফুল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেই কাশবন দেখতে এসেছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ এলাকা
শরতের এই সময়ে যমুনা নদীতে পালতোলা নৌকা দেখা যায়। দীঘলকান্দি, সারিয়াকান্দি উপজেলা, বগুড়ার
শরতের পড়ন্ত বিকেল