সারা দেশের ভোটের চিত্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটায়। চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোর থেকে ভোটকেন্দ্র আসতে শুরু করেছেন ভোটাররা। কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকলেও বেশির ভাগ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা। মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত হয় একজন। একাধিক কেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসবের মধ্যেও নতুন ভোটাররা প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বসিত। কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল। এমন কিছু ভোটকেন্দ্রের ছবি দিয়ে ছবির গল্প।

কুমিল্লার দেবীদ্বারের ধামতি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ভোটারদের দীর্ঘ সারি। সকাল ৯টায় তোলা
 ছবি: এম সাদেক
সকাল ৯টার দিকে প্রথম ভোট দিতে পেরে আনন্দিত নুসরাত জাহান নিশাত। জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল
খুলনা পুলিশ লাইনস স্কুল কেন্দ্রে চৌধুরী সায়মা ফারিয়ার প্রথম ভোট। সকাল পৌনে ৯টা
সকাল ৯টায় খুলনায় প্রার্থীর নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহনে ভোটকেন্দ্রে ভোটার আনা-নেওয়া করা হচ্ছে। খুলনা পুলিশ লাইনস এলাকা
দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রের সামনে ভোটারের কাছে ভোট চাওয়া নিয়ে হট্টগোল হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে, রূপগঞ্জের মুড়াপাড়া এলাকা। ছবি: দিনার মাহমুদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন নারী–পুরুষেরা। সকাল সোয়া ৯টার দিকে অম্বিকাপুর ইউনিয়ন সদর উপজেলা হামিদনগর উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ফরিদপুর
নৌকার সমর্থকের কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ককে মারধর করেন। নব আদর্শ বালক–বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বরিশাল
জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটার হিসেবে পাঁচ বন্ধু মিলে একসঙ্গে কেন্দ্রে এসেছেন ভোট দিতে। নয়াতান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালকিনি, মাদারীপুর
সকাল সাড়ে ৯টায় ভোট দিতে এসেছেন শারীরিক প্রতিবন্ধী আবদুল সামাদ (৫৩)। ছোট দেওড়া অগ্রণী উচ্চবিদ্যালয় কেন্দ্র, গাজীপুর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে ফাঁকা থাকলেও গেটের সামনে দলীয় প্রার্থীদের কর্মীদের ভিড়। বেলা পৌনে ১১টা, শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্র, গাজীপুর
নির্বাচনে কুমিল্লা বুড়িচং ফকির বাজার উচ্চবিদ্যালয়ে সকাল ১০টায় ভোটারদের উপস্থিতি হাতে গোনা কয়েকজন