ডায়ালাইসিস ফি কমানো এবং ভর্তুকির সেশন কমিয়ে আনার দাবিতে কিডনি রোগী ও তাঁদের স্বজনেরা আজ মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় মারধরের শিকার হয়েছেন রোগী ও স্বজনেরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা একটার দিকে পুলিশ রাস্তা থেকে রোগী ও স্বজনদের তুলে দেয়। এ সময় অনেককে মারধর করা হয়। ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে চার দিন ধরে রোগী ও স্বজনেরা বিক্ষোভ করছেন। প্রথমে হাসপাতালের নিচতলায় বেসরকারি প্রতিষ্ঠান স্যানডোরের সামনে তাঁরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। কোনো সুরাহা না হওয়ায় আজ রাস্তায় নামেন।
কিডনি ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলন করে রোগী ও তাঁদের স্বজনেরারোগীর স্বজনেরাও আন্দোলনে স্লোগান দেনতিন রোগী সড়কে অবস্থান নেনসড়ক অবরোধ করা হলে মেডিকেলে আসা রোগী ও স্বজনেরা দুর্ভোগে পড়েনপুলিশ এসে হাত ধরে আন্দোলনকারীদের তোলার চেষ্টা করেস্বজনেরা পুলিশকে বোঝানোর চেষ্টা করছেনঅসুস্থ শরীর নিয়ে সড়কে শুয়ে অবস্থান করছেন রোগীরারোগীর এক স্বজনকে টেনে নিয়ে যাচ্ছে পুলিশএক রোগী ও স্বজনকে ধরে পাশে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায় পুলিশ। পরে সেখানে প্রবেশের জন্য অন্য রোগী ও স্বজনেরা চেষ্টা করছেনপুলিশের সঙ্গে হাতাহাতি করে অসুস্থ হয়ে পড়েন এক রোগীহাতাহাতির পর এক রোগী অসুস্থ হয়ে পড়লে তাঁকে হুইলচেয়ারে করে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছেধাক্কাধাক্কির পর অসুস্থ হয়ে পড়েন রোগীর এক স্বজন। তাঁকে ধরাধরি করে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছেডিসি পুলিশের গাড়ির সামনে শুয়ে প্রতিবাদ জানান ডায়ালাইসিসের এক রোগী