পুরান ঢাকায় মেডিকেলসহ দুই কলেজে ব্যাপক ভাঙচুর

পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদ জানাতে এসে বুধবার হামলার শিকার হয়েছিলেন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার আবার ওই কলেজের শিক্ষার্থীরাসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এক হয়ে ওই এলাকায় এসে ন্যাশনাল মেডিকেল কলেজ ও পাশের শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালান।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ অন্য কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল ঘেরাও করে বিক্ষোভ করেন
DIPU MALAKAR
এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের সামনে থাকা একটি ভাস্কর্য ভেঙে উল্লাস করেন।
পুলিশের ধাওয়ার মুখে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা
সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হচ্ছে
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজে হামলা ও ভাংচুর চালায়
আহত এক পরীক্ষার্থীকে শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজ থেকে বের হতে সাহায্য করছেন অন্যরা
শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজে আটকা পড়া পরীক্ষার্থীরা বের হয়ে যাচ্ছেন
শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি ফেলে দেওয়া হয়
ভাঙচুর করা হয়েছে শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজে বিভিন্ন বিভাগের অফিসকক্ষ
শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে ভাঙচুর করা হয়েছে কয়েকটি গাড়ি
শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজের গবেষণাগারে ভাঙচুর করা হয়
শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজের অধ্যক্ষের কক্ষে ভাঙচুর করা হয়
হামলা ও ভাঙচুর করা হয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে
হামলার পর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা।