২০২১ সালের আলোচিত ছবি

হাসেম ফুডস কারখানায় আগুন লাগে আগের দিন রাতে। তা নেভাতে পরদিন সকালেও চলে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ৯ জুলাই ২০২১
ছবি: শুভ্র কান্তি দাশ
দিনাজপুর থেকে বাসের লকারে করে সিলেটে আনা হয় কোরবানির পশু। বাসের তিনটি লকারে ৪৬টি ছাগল আনা হয়। ১৪ ঘণ্টা বাসযাত্রা শেষে ছাগলগুলো লকার থেকে নামানো হচ্ছে। কদমতলী সিলেট, ১৫ জুলাই
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে করোনা রোগীদের ভর্তির জন্য সিট খালি নেই। তাই করোনায় আক্রান্ত নাসরিন সুলতানকে মোটরসাইকেলে নিজের সঙ্গে বেঁধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যাচ্ছেন স্বামী মো. রাজু। মুগদা, ঢাকা, ২৮ জুলাই
বাড়ি ফেরার পথে বৃষ্টিতে ভিজছেন এক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা। ১৪ সেপ্টেম্বর
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে নারায়ণগঞ্জ বন্ধুসভার পারফর্মিং আর্ট প্রদর্শন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে, ঢাকা। ১৯ মে
মাদক মামলায় জামিনের পর হাতে প্রতিবাদী বক্তব্য লিখে কারাগার থেকে বের হন চিত্রনায়িকা পরীমনি। কাশিমপুর, গাজীপুর। ১ সেপ্টেম্বর
অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় আটকের পর আদালত থেকে কারাগারে নেওয়ার উদ্দেশে প্রিজন ভ্যানে তোলা হয় রোজিনা ইসলামকে। নিম্ন আদালত, ঢাকা। ১৮ মে
দুই সপ্তাহের বেশি সময় ধরে ডিমে তা দিয়ে তিনটি ছানাকে পৃথিবীর আলো দেখিয়েছে কালো ঘাড় রাজন পাখিটি। তাদের জন্য খাবার সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মা পাখি। মাহমুদপুর, পাবনা, ৮ মে
বৃষ্টিতে জলাবদ্ধতায় জলমগ্ন সড়ক। পানিতে বিকল যানবাহন ঠেলে নেওয়া হচ্ছে। ধানমন্ডি, ঢাকা। ৪ জুলাই
ছয় মাসের শিশু তাকবীরকে সড়কের পাশে দোকানের ওপর ঘুম পাড়িয়ে মা সুমি আক্তার পান-সিগারেট বিক্রি করেন। তেজকুনীপাড়া, তেজগাঁও, ঢাকা, ১০ জুলাই
মোটরসাইকেলে আয়নায় নিজের মুখ দেখে নিচ্ছে বানরটি। সিলেট, ২৫ সেপ্টেম্বর
গ্রামবাংলায় নবান্ন উৎসব যেন আমন্ত্রণ জানিয়েছে টিয়ার দলকে। ঝাঁক বেঁধে ঘুরে বেড়াচ্ছে বিলে, ধানের খেতে। তবে টিয়ার দলের আগমনে কৃষকদের কপালে পড়েছে কিছুটা চিন্তার ভাঁজ। গুমাই বিল, রাঙ্গুনিয়া