সড়কে আবার শিক্ষার্থীরা

রাজধানীর রামপুরায় বাসচাপায় এসএসসির ফলপ্রত্যাশী মাইনুদ্দিন ইসলাম নিহত হওয়ার ঘটনার বিচার চেয়ে আজও রাজধানীর বিভিন্ন সড়কে মানববন্ধন ও সড়ক আটকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ সকালে বি এ এফ শাহিন কলেজ, ইম্পিরিয়াল কলেজ ও একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সেখানে মানববন্ধন করেন। ৯ দফা দাবিতে রাজধানীর ধানমন্ডি ২৭-এর রাপা প্লাজার সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিকে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনে অবস্থান নেন বেশ কিছু শিক্ষার্থী।

রাজধানীর রামপুরায় বাসচাপায় এসএসসির ফলপ্রত্যাশী মাইনুদ্দিন ইসলাম নিহত হওয়ার ঘটনার বিচার চেয়ে মানববন্ধন ও সড়ক আটকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা
ছবি: সাজিদ হোসেন
এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে কয়েকটিতে লেখা ছিল, ‘আমার বাবা কাঁদছে নিরাপদ সড়কের দাবিতে’, ‘ছাত্রজনতা ঐক্য গড়, নিরাপদ সড়কের দাবি তোল’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘অ্যাম আই নেক্সট’, ‘রাতের আঁধারে শিক্ষার্থী মরে, প্রশাসন ঘুম পাড়ে’
ছবি: সাজিদ হোসেন
মাইনুদ্দিন ইসলাম নিহত হওয়ার ঘটনায় বিচার চাওয়া ছাড়াও গণপরিবহনে হাফ পাস নিশ্চিত করার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা
ছোট ভাই মাইনুদ্দিন ইসলামের কফিন কাঁধে নিয়ে কান্নায় ভেঙে পড়েন মনির
ছোট ছেলেকে হারিয়ে মা রাশেদা বেগমের আহাজারি
৯ দফা দাবিতে রাজধানীর ধানমন্ডি ২৭-এর রাপা প্লাজার সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা মিছিলও করেন
ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারায় শিক্ষার্থীদের সঙ্গে তর্ক করছেন এক নারী
সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের অবরোধে মিরপুর সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট
গণপরিবহনচালকের কাগজপত্র যাচাই করছেন শিক্ষার্থীরা
২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বেশ কিছু শিক্ষার্থী