রাজধানীর রামপুরায় বাসচাপায় এসএসসির ফলপ্রত্যাশী মাইনুদ্দিন ইসলাম নিহত হওয়ার ঘটনার বিচার চেয়ে আজও রাজধানীর বিভিন্ন সড়কে মানববন্ধন ও সড়ক আটকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ সকালে বি এ এফ শাহিন কলেজ, ইম্পিরিয়াল কলেজ ও একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সেখানে মানববন্ধন করেন। ৯ দফা দাবিতে রাজধানীর ধানমন্ডি ২৭-এর রাপা প্লাজার সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিকে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনে অবস্থান নেন বেশ কিছু শিক্ষার্থী।