স্প্যান বসানোর আগে-পরে

স্বপ্নের পদ্মা সেতুর শেষ স্প্যানটি বসানো হয়েছে আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার বিকেলে শুরু হয়েছিল ৪১তম স্প্যানটি বসানোর নানা প্রস্তুতি। সমস্ত প্রস্তুতি শেষে আজ সকাল নয়টার দিকে স্প্যানটি সেতুর মাঝামাঝি স্থানে সংযোগস্থলের কাছে নিয়ে আসা হয়। দুপুর ১২টা ২ মিনিটে স্প্যানটি মূল কাঠামোতে বসানো হয়। সেই সঙ্গে শুরু হয় সংশ্লিষ্ট আরও সব কর্মকাণ্ড। স্বপ্ন পূরণ হলো দেশবাসীর। পরিপূর্ণ হলো পদ্মা সেতুর মূল কাঠামো। সকাল থেকেই স্প্যান বসানোর জায়গায় উপস্থিত ছিলেন প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্রী সাজিদ হোসেন। তিনি ক্যামেরায় ধারণ করেছেন এই অবিস্মরণীয় মুহূর্ত।

৯টা ৩১ মিনিট: ৪১ নম্বর স্প্যানটি নিয়ে আসা হচ্ছে সংযোগস্থলের দিকে।
৯টা ৩১ মিনিট: স্প্যানটি সেতুর মূল কাঠামোর কাছাকাছি নিয়ে আসা হয়েছে।
৯টা ৩১ মিনিট: কুয়াশাচ্ছন্ন পরিবেশ চারদিকে। সমস্তু আয়োজন প্রস্তুত স্প্যানটি বসানোর জন্য।
১০টা ৪৯ মিনিট: স্প্যান বসানোর জন্য চলছে তৎপড়তা।
১২টা ১৯ মিনিট: দুপুর ১২টার দিকে শুরু হয়েছে স্প্যান বসানোর কাজ।
১২টা ২৫ মিনিট: স্প্যানটি বসানো চলছে।
১২টা ২৮ মিনিট: স্প্যানটির সংযোগস্থলে চলছে প্রকৌশলী ও কর্মীদের তৎপড়তা।
১২টা ২৮ মিনিট: বিভিন্ন পরিমাপের কাজ চলছে প্রকৌশলী ও কর্মীদের।
১২টা ২৮ মিনিট: স্প্যান বসানোর পর প্রকৌশলী ও কর্মীদের বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে আনন্দ প্রকাশ।
১২টা ২৯ মিনিট: স্বপ্নের পদ্মা সেতু আজ সত্যি।