কুয়াশাচ্ছন্ন নদীর চারপাশ, এর মধ্যেই খেয়া পারাপারে ব্যস্ত মাঝিরা
কুয়াশাচ্ছন্ন নদীর চারপাশ, এর মধ্যেই খেয়া পারাপারে ব্যস্ত মাঝিরা

শীতের সকালে সদরঘাট

রাজধানীতে শুরু হয়ে গেছে শীতের আমেজ। গত কয়েক দিন ভোরের সদরঘাট ছিল কুয়াশার চাদরে ঢাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ সরে গিয়ে রোদ–ঝলমলে হয়ে ওঠে চারদিক। রোদ-কুয়াশার এই খেলার মধ্যেই চলে বুড়িগঙ্গাপারের মানুষগুলোর জীবন। ছবিগুলো মঙ্গলবার ভোরে তোলা।

শীতে জবুথবু, কারও সঙ্গে নেই সুরক্ষাসামগ্রী
ভোরে তাপমাত্রা কমে গিয়ে বাড়ে হিমশীতল বাতাস
কুয়াশা ভেদ করে বড় নৌযানের সঙ্গে তাল মিলিয়ে নৌকা চলছে
কুয়াশাচ্ছন্ন নদীর চারপাশ, এর মধ্যেই খেয়া পারাপারে ব্যস্ত মাঝিরা
ভোরে শ্যামবাজার ঘাটে সবজি ব্যবসায়ীদের ব্যস্ততা
কুয়াশার মধ্যে লঞ্চের চলাচল পথে নৌকার মাঝিদের চলতে হয় সাবধানতার সঙ্গে
শ্যামবাজার থেকে শীতের সবজি পাইকারি দরে কিনে ট্রলারে করে নিয়ে যাচ্ছেন কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকার খুচরা ব্যবসায়ীরা
কাজের প্রয়োজনে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মিলবার‌্যাক ঘাটে আসছেন তাঁরা