নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন-সমাবেশ। বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে
নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন-সমাবেশ। বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে

রোজিনা ইসলামকে হেনস্তায় জেলায়–জেলায় সাংবাদিকদের প্রতিবাদ

পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং পরে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিবাদে দেশে বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে সাংবাদিক সংগঠন। পাশাপাশি ছাত্রসংগঠনও প্রতিবাদ জানায়। সংগঠনগুলো মামলা প্রত্যাহার করে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির পাশাপাশি দোষী কর্মকর্তা ও কর্মচারীদের শাস্তি দাবি করে। ছবিতে তা তুলে ধরা হলো।

সুনামগঞ্জে রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন। মঙ্গলবার সকালে পৌর শহরের আলফাত স্কয়ারে
রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন গণমাধ্যমকর্মীরা। বেলা ১১টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা
নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন-সমাবেশ। বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২টায় বগুড়া শহরের সাতমাথা এলাকায়
সাংবাদিক রোজিনা জেলে কেন? হামলাকারীরা চেয়ারে কেন? সংবাদপত্রের স্বাধীনতা কই? বিচার কই? এসব প্রশ্ন রেখে একাই মানববন্ধনে দাঁড়িয়ে যান লেখক ও অ্যাকটিভিস্ট আবুল কালাম আল আজাদ। পরে তাঁর সঙ্গে যুক্ত হন আরও কয়েকজন সচেতন নাগরিক। সকালে ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গণে
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন সাংবাদিকেরা। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে থেকে তোলা
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘প্রতিবাদী অবস্থান’–এর আয়োজন করে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)। এতে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। মঙ্গলবার বেলা একটার দিকে
রংপুর প্রেসক্লাবের আয়োজনে নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। প্রেসক্লাব চত্বর, রংপুর
মানববন্ধন করেন রাঙামাটিতে কর্মরত বিভিন্ন পত্রিকা ও বেসরকারি টেলিভিশনের সাংবাদিকেরা। রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকে মঙ্গলবার দুপুরে
কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়
টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা
নগরের সদর রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি। এ সময় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এতে একাত্মতা প্রকাশ করেন। দুপুর ১২টায়
পাবনা প্রেসক্লাবের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আব্দুল হামিদ সড়ক, পাবনা
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রতিবাদ সমাবেশ করা হয়। বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে ছবিটি তোলা
কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিক ও সচেতন নাগরিকদের মানববন্ধন। বিকেলে কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধু চত্বর থেকে ছবিটি তোলা