সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলপূর্ণিমা বা হোলি উৎসব। বাংলাদেশে তা ‘দোলযাত্রা’ নামেও পরিচিত। উৎসব ঘিরে বগুড়া শহরের চেলোপাড়া নববৃন্দাবন মন্দিরে আবির খেলায় মেতে ওঠেন তরুণীরা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলপূর্ণিমা বা হোলি উৎসব। বাংলাদেশে তা ‘দোলযাত্রা’ নামেও পরিচিত। উৎসব ঘিরে বগুড়া শহরের চেলোপাড়া নববৃন্দাবন মন্দিরে আবির খেলায় মেতে ওঠেন তরুণীরা

রঙের উৎসব দোলপূর্ণিমা

আবিরে রাঙাল শিশু-কিশোর, তরুণ-তরুণী সবাই, বাদ যাননি প্রবীণেরাও। হরেক রঙে মাখা মুখ নিয়ে চলে আনন্দ-উল্লাস। শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব এই দোলপূর্ণিমা, যা উদ্‌যাপিত হলো আজ রোববার। সনাতন ধর্মাবলম্বীরা এই দিনে আবির খেলার উৎসবে মাতেন, যাকে হোলিও বলা হয়। এ উপলক্ষে বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা-অর্চনাও হয়।

সনাতন ধর্মের দোল উৎসবে তরুণ-তরুণীরা রঙের খেলায় মেতেছেন। খুলনার শীতলাবাড়ি মন্দিরে
যশোর শহরের বেজপাড়া পূজামণ্ডপে আবির মাখিয়ে দোলের উৎসবে কিশোরীরা
খুলনা শহরের শীতলাবাড়ি মন্দিরে রঙের খেলায় মেতেছেন এক তরুণী
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলপূর্ণিমা বা হোলি উৎসব। বাংলাদেশে তা ‘দোলযাত্রা’ নামেও পরিচিত। উৎসব ঘিরে বগুড়া শহরের চেলোপাড়া নববৃন্দাবন মন্দিরে আবির খেলায় মেতে ওঠেন তরুণীরা
দোল উৎসবে আবির মেখে ছবি না তুললে কি হয়? কুমিল্লার মহেশাঙ্গন মন্দিরে
কুমিল্লা নগরের সব কটি মন্দিরে দোলপূজা শেষে আনন্দে মেতে ওঠেন সবাই। ব্যতিক্রম ছিল না রামঘাট এলাকার মহেশাঙ্গন মন্দিরও
দোলপূর্ণিমায় রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজারে মা–বাবাকে আবির দিচ্ছে দুই সন্তান
পুরান ঢাকার শাঁখারীবাজার কালীমন্দিরে দোল উৎসবে পূজা দিতে আসেন সব বয়সী নারী-পুরুষ
দোল উৎসবে রাজধানীর শাঁখারীবাজারে মন্দিরের প্রবেশবেদিতে সিঁদুর, বাতাসা দিচ্ছেন এক ব্যক্তি
একে অপরকে আবির লাগিয়ে দিচ্ছেন তাঁরা
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোলপূর্ণিমা উৎসবে অনেকেই পরিবার নিয়ে পূজা দিতে আসেন
বগুড়া শহরের চেলোপাড়া নববৃন্দাবন মন্দিরে দোল উৎসবে মেতেছেন এই তরুণী