মাস্ক পরতে সচেতনতা

করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে রাজধানীর জনসমাগমস্থলে মাস্ক ব্যবহারে সচেতন করতে অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা জেলা প্রশাসন, র‌্যাব ও দুই সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযানগুলো পরিচালনা করছেন। আজ বৃহস্পতিবার সকালে শাহবাগ মোড়ে মাস্ক ব্যবহারে অভিযান চালানো হয়। ছবি তুলেছেন সাজিদ হোসেন

যাত্রীদের মুখে মাস্ক থাকলেও রিকশাচালকের মুখে মাস্ক নেই। রিকশা থামাচ্ছেন র‌্যাব সদস্যরা
গাড়িচালকের মুখে মাস্ক না থাকায় গাড়ি থামিয়ে চালককে নামানো হচ্ছে
মোটরসাইকেলের চালকের মুখে মাস্ক না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জেরার মুখে পড়তে হয়
অভিযুক্ত ব্যক্তিদের মাস্ক দিয়ে পরিচয় লিখে রাখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
সচেতনতা বাড়াতে মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে