ভাদ্র মাসের গরমে হাঁসফাঁস অবস্থা দেশের সর্বত্র। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। ভাদ্র মাসে শুরু হওয়া ভ্যাপসা গরম আশ্বিনের মাঝামাঝি পর্যন্ত থাকে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ভাদ্র মাসে আকাশে মেঘ থাকলেও দিনের বেলায় সূর্যের তাপ মেঘের বাধায় ওপরে উঠতে পারে না। তাই গরমের অনুভূতি সহজে কমে না। ভাদ্র-আশ্বিন মাসে তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও বাতাসে জলীয়বাষ্প খুব বেশি থাকে। তাই শরীর ঘেমে যায়। এই ঘাম না শুকালে গরম বেশি অনুভূত হয়। অস্বস্তি বাড়ে। দেশের বিভিন্ন অঞ্চলে গরমে মানুষের অবস্থা নিয়ে এই ছবির গল্প।