ভাদ্রের ভ্যাপসা গরম

ভাদ্র মাসের গরমে হাঁসফাঁস অবস্থা দেশের সর্বত্র। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। ভাদ্র মাসে শুরু হওয়া ভ্যাপসা গরম আশ্বিনের মাঝামাঝি পর্যন্ত থাকে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ভাদ্র মাসে আকাশে মেঘ থাকলেও দিনের বেলায় সূর্যের তাপ মেঘের বাধায় ওপরে উঠতে পারে না। তাই গরমের অনুভূতি সহজে কমে না। ভাদ্র-আশ্বিন মাসে তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও বাতাসে জলীয়বাষ্প খুব বেশি থাকে। তাই শরীর ঘেমে যায়। এই ঘাম না শুকালে গরম বেশি অনুভূত হয়। অস্বস্তি বাড়ে। দেশের বিভিন্ন অঞ্চলে গরমে মানুষের অবস্থা নিয়ে এই ছবির গল্প।

মাথাল দিয়ে রোদ থেকে রক্ষা পাওয়ার চেষ্টায় এক চাষি। মিঠাপুকুর, রংপুর, ১০ সেপ্টেম্বর
 ছবি: মঈনুল ইসলাম
তীব্র রোদে মাঠের কাজ শেষে বাড়িতে ফিরছেন কৃষক। শাখারিয়া, বগুড়া, ১০ সেপ্টেম্বর
গরমে ক্লান্ত রিকশাচালক ঘুমিয়ে আছেন রিকশায়। কিনব্রিজ এলাকা, সিলেট, ১০ সেপ্টেম্বর
মরা গাছের ডালে বসে শিকারের অপেক্ষায় ফড়িং। অরণ্যপুর, কুমিল্লা, ১০ সেপ্টেম্বর
কয়েক দিন ধরে বৃষ্টি নেই। তার ওপর চলছে কড়া রোদ। এতে শুকিয়ে গেছে জমি। তাই কুয়া থেকে পানি তুলে ধানখেতে দিচ্ছেন চাষি। ফকিরেরহাট, মিঠাপুকুর, রংপুর, ১০ সেপ্টেম্বর
ভ্যাপসা গরমে ছোট চার্জার ফ্যান হাতে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে এক খুদে শিক্ষার্থী। জলেশ্বরীতলা কালিবাড়ি মোড়, বগুড়া, ১০ সেপ্টেম্বর
কয়েক দিন ধরে বেড়েছে লোডশেডিং। এতে বেড়েছে হাতপাখার চাহিদা। ফুটপাতে বাহারি হাতপাখার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কাচারীবাজার, রংপুর, ১০ সেপ্টেম্বর