বগুড়ার খান মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ, প্রসাধন ও খাদ্য পণ্য জব্দ করা হয়েছে। বিদেশি ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে এসব ভেজাল পণ্য বিক্রি করছে রেমেক্স ল্যাবরেটেরিজ নামের একটি প্রতিষ্ঠান। খান মার্কেট, বগুড়া, ৩ মার্চ। ছবি: সোয়েল রানাবিভিন্ন কোম্পানির নকল ওষুধ। খান মার্কেট, বগুড়া, ৩ মার্চ। ছবি: সোয়েল রানাবিদেশি ওষুধ বলে ক্রেতার কাছে বিক্রি করা হচ্ছে এসব নকল ওষুধ। খান মার্কেট, বগুড়া, ৩ মার্চ। ছবি: সোয়েল রানাজব্দ করা সরকারি প্রতিষ্ঠানের নকল স্টিকার। খান মার্কেট, বগুড়া, ৩ মার্চ। ছবি: সোয়েল রানাজব্দ করা নকল পণ্যের তালিকা দেখছেন প্রশাসনের কর্মকর্তা। খান মার্কেট, বগুড়া, ৩ মার্চ। ছবি: সোয়েল রানাএসব জালিয়াতির দায়ে দুজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২ লাখ টাকা জরিমানা করা হয়। খান মার্কেট, বগুড়া, ৩ মার্চ। ছবি: সোয়েল রানাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শফিকুল ইসলাম ও বগুড়ার শিবগঞ্জের আবদুল মোমেন। রেমেক্স ল্যাবরেটরিজ নামের একটি ইউনানি কোম্পানিতে চাকরি করেন শফিকুল। খান মার্কেট, বগুড়া, ৩ মার্চ। ছবি: সোয়েল রানাজব্দ করা এসব নকল পণ্য নষ্ট করে ফেলা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। খান মার্কেট, বগুড়া, ৩ মার্চ। ছবি: সোয়েল রানা