প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আলোয় আঁধারে’ শিরোনামে আজ শনিবার থেকে সাত দিনের বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ১৯ নভেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রদর্শনীর শুরুর দিন, অর্থাৎ আজ বিকেল পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী ওয়াকিলুর রহমান, সাইফ উল হক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। গান পরিবেশন করেন শিল্পী সায়ন্তনী ত্বিষা। একই জায়গায় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে এই সাত দিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।