১. রাজধানীর গুলশান-বনানী সর্বজনীন পূজা পরিষদের আয়োজনে শারদ উৎসবের প্রথম দিন রাতে প্রদীপ প্রজ্বালন করছেন এক নারী। ছবিটি গতকাল সোমবার (১৯ অক্টোবর ২০১৫) রাতে রাজধানীর বনানী থেকে তোলা। ছবি: আশরাফুল আলমমহাষষ্ঠীর সন্ধ্যায় গতকাল সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা-অর্চনা। ছবি: সাহাদাত পারভেজপূজা-অর্চনায় মগ্ন হিন্দু ধর্মাবলম্বীরা। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর বনানীর একটি পূজামণ্ডপ থেকে তোলা। ছবি: আবদুস সালামরাজধানীর বনানীতে পূজামণ্ডপে রঙিন আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে প্রতিমাগুলো। ছবি: সাহাদাত পারভেজপূজামণ্ডপেও সেলফি। ছবিটি রাজধানীর বনানীর পূজামণ্ডপ থেকে তোলা। ছবি: আবদুস সালামদুর্গোৎসবে গ্রামে-শহরে বসেছে নানান মেলা। সেই মেলায় মাটির তৈরি খেলনা কিনতে শিশুদের ভিড়। ছবিটি গতকাল সোমবার বগুড়া শহরের মালতিনগর পূজামণ্ডপ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়াআজ মঙ্গলবার মহাসপ্তমীর দিনে পূজামণ্ডপগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ঢোলের বাজনার সঙ্গে পূজা-অর্চনায় মগ্ন হিন্দু ধর্মাবলম্বীরা। ছবিটি আজ মঙ্গলবার কুমিল্লা শহরের নজরুল অ্যাভিনিউ কাত্যায়নী কালীবাড়ি পূজামণ্ডপ থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লাসনাতন ধর্মাবলম্বীরা মহাসপ্তমীতে পূজা-অর্চনায় ব্যস্ত। ছবিটি আজ রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলামণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখতে বাহন হিসেবে সাইকেল বেছে নিয়েছে এই পরিবার। ছবিটি যশোর সদরের খরিচাডাঙ্গা গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোররংপুর নগরের পাড়ায়-মহল্লায় শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ সাজানো নানা বৈচিত্র্য নিয়ে। মাছের আকৃতির এই পূজামণ্ডপে আলোকসজ্জাও নজর কেড়েছে নগরবাসীর। ছবিটি নগরের গুপ্তপাড়া পূজামণ্ডপ থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুরদুর্গাপূজায় নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে বিচিত্র সব তোরণ। ছবিটি শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকার বলদেব জিউর আখড়া থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জমহাসপ্তমীর দিনে আজ মঙ্গলবার খাগড়াছড়ি শহরের শ্রীশ্রী নারায়ণ মন্দিরে মোমবাতি প্রজ্বালন করছে ত্রিপুরা নারী-তরুণী-শিশুরা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়িদুর্গাপূজায় তিন দিনব্যাপী মেলা বসেছে কুমিল্লা শহরের মনোহরপুর এলাকায় রাজেশ্বরী কালীবাড়িতে। সেখানে নানা বয়সের মানুষেরা ভিড়। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা