পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় ভারী বর্ষণে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের লালপুর পৌষা পুকুর এলাকায় ১০ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। রাস্তার কোথাও হাঁটু বা কোমরপানি। সড়ক পানিতে ডুবে থাকায় ভ্যানগাড়িতে লোকজনকে চলাচল করতে হচ্ছে। ময়লা পানির সঙ্গে ডাইং কারখানার বিষাক্ত রাসায়নিকে একাকার হয়ে গেছে পুরো এলাকা। মহল্লার মুদি দোকানপাটও তলিয়ে গেছে পানিতে।
পানিতে তলিয়ে গেছে রহিমা বেগম (ডানে) আর সাহারা বেগমের ঘরসহ টিউবওয়েল। পাশের বাড়িতে যাচ্ছেন পানি সংগ্রহের জন্য। ডুবে গেছে রান্নাঘর। থাকার ঘরে মাচা পেতে রান্নার কাজে ব্যস্ত শাহনাজ বেগম। পানিতে তলিয়ে গেছে রাস্তা। চলাচলের ভরসা ভ্যানগাড়ি।পানিতে খেলাচ্ছলে নেমে পড়েছে দুই শিশু। মুদি দোকান তলিয়ে গেছে নোংরা পানিতে। জীবনধারণের মাধ্যমটি মাচা বেঁধে উঁচু করে নিয়েছেন এই দোকানিনারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীর ৩ নম্বর গলির পশ্চিম মাসদাইরের এই সড়কে জলাবদ্ধতা লেগেই থাকে। বৃষ্টি এলে ভোগান্তি আরও বেড়ে যায়। কলকারখানাসহ ড্রেনের নোংরা পানি পেরিয়ে প্রতিদিন পোশাক খাতের হাজারো কর্মী যাতায়াত করেন সড়কটি দিয়ে।চারদিকে পানি। খরিদ্দারের সংখ্যা কমে যাওয়ায় মাচার ওপর অলসভাবে বসে আছেন দোকানি। হাঁটুপানি পেরিয়ে এগিয়ে যাচ্ছেন দুই তরুণী।