নারায়ণগঞ্জে লঞ্চডুবি

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চঘাট থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে নারায়ণগঞ্জের আল আমিন নগর ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে রোববার দুপুরে ডুবে যায় একটি লঞ্চ। কার্গো লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ওই লঞ্চটি ডুবে যায়। নদী সাঁতরে তীরে আসতে পেরেছেন অনেকে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন।

দুর্ঘটনায় নিখোঁজ মো. হাতেমের মেয়ে কাকলি বেগমের আহাজারি।
দুর্ঘটনায় নিখোঁজ মো. হাতেমের মেয়ে কাকলি বেগমের আহাজারি।
ট্রলার নিয়ে নদীতে স্বজনের খোঁজে ঘুরছেন তাঁরা।
নদী তীরে স্বজন ও উৎসুক জনতার ভিড়।
ডুবে যাওয়া মানুষদের উদ্ধারে ডুবুরিদের তৎপরতা।
লঞ্চডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন স্ত্রী আরিফা বেগম ও ১৫ মাসের সন্তান সাফায়েত। বড় ছেলে মাহিমকে জড়িয়ে দ্বীন ইসলামের আহাজারি।
ডুবে যাওয়া লঞ্চ থেকে সাঁতার কেটে ফিরে আসা দুই বন্ধু শাকিল ও প্রান্ত (সাদা শার্ট) একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছেন।
উদ্ধার তৎপরতায় যুক্ত হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বেলা বাড়তে থাকলে নদী তীরে অপেক্ষারত মানুষের ভিড়ও বাড়তে থাকে।