আজকাল গ্রামে আর আগের দিনের মতো সাঁকো চোখে পড়ে না! কিন্তু এই গ্রামে নদীর ওপারে চরের মানুষের গ্রামের সঙ্গে যাতায়াতের প্রধান উপায় এই সাঁকোটি। কাউখালী, ছোটবাইশদিয়া ইউনিয়ন, রাঙ্গাবালী, পটুয়াখালী, ১২ আগস্ট। ছবি: মো. মাইদুল ইসলামঘুড়িটাও আজ বড্ড একা। দেবিদ্বার, কুমিল্লা, ১২ আগস্ট। ছবি: মেহেদী হাসানখেতে সাদা-নীল শাপলা। শাপলার সঙ্গে আছে ভেট (শাপলা ফল, কুমিল্লার ভাষায় একে ভেট বলা হয়)। ভেট সংগ্রহে ব্যস্ত এক দুরন্ত কিশোর! পদুয়া বিল, মুগসাইর, দেবিদ্বার, কুমিল্লা, ১২ আগস্ট। ছবি: মোহাম্মদ শরীফসম্প্রতি বন্যায় পানি বাড়ায় টাঙাইলের ঘাটাইল উপজেলার বংসাই নদীর পানিও বেড়েছে। উপজেলার রসুলপুর ইউনিয়নের পেচারআাটা বাজার থেকে, আমপুর, আমখালি, হাজিপুর, মানিকপুর, আমাবাইদ, কুড়িপাড়াসহ ইউনিয়নের বেশির ভাগ গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয় অন্তত ২০ গ্রামের হাজারও মানুষের দৈনন্দীন ও নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াতের জন্য একমাত্র ভরসা বাঁশের এ সাঁকোটি। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, বংসাই নদীতে এলাকাবাসীর একটি সেতুর দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রতিনিধিরা বারবার কথা দিলেও বাস্তবায়িত হয়নি সে কথার। ছবিটি মঙ্গলবার দুপুরে ঘাটাইলের পেচারআটা বাজার থেকে তোলা। ছবি: ইমতিয়াজ আহমেদকরোনায় তারুণ্যের কোলাহলময় প্রিয় ক্যাম্পাস এখন নিশ্চুপ শান্তপুরী। নতুন ভোরের প্রতিক্ষায় তারুণ্য, বিশ্বাস আলো আসবেই। সরকারি তিতুমীর কলেজ, ঢাকা, ১২ আগস্ট। ছবি: মো. আল-আমিন মাসুদকরোনায় বদ্ধ জীবন। বন্ধ স্কুল, বন্ধ খেলার মাঠ। এ ফাঁকে এই শিশুরা গাছের মগডালে উঠে পুকুরে লাফিয়ে পড়ে মেতে ওঠে উল্লাসে। দূরন্ত শৈশবের স্মৃতিজাগানিয়া দৃশ্যটি কুষ্টিয়া সরকারি কলেজের পুকুর থেকে মঙ্গলবার তোলা। ছবি: নশিন ইয়োশীপ্রচণ্ড গরম, ক্লান্ত দুপুর, করোনাভীতি। তবু ফেরিওয়ালা চলছে জীবিকার অন্বেষণে গ্রাম থেকে গ্রামান্তরে। গরম থেকে বাঁচতেই হাতপাখা নিয়ে ছুটে চলা, তবু পিঠের ঘামে জড়ানো শার্টটা যেন ক্লান্তির প্রতীক। কালুখালী, রাজবাড়ী, ১১ আগস্ট। ছবি: শামিমরাতের আঁধার কাটিয়ে উঁকি দিচ্ছে সকালের সূর্য। তাহেরপুর, খোকসা, কুষ্টিয়া, ১১ আগস্ট। ছবি: শাহরিয়ার সুমনশরতের পূর্বলগ্ন। খাগড়াছড়ি, ১১ আগস্ট। ছবি: শুভ্র দেবন্যার পানিতে ভেলায় ঘুরছে দুরন্ত দুই কিশোর। শিবচর, মাদারীপুর, ১১ আগস্ট। ছবি: রাফিন হোসেন অনিককরোনার তাণ্ডবের মধ্যেও নতুন ভোরের প্রতীক্ষা। ৩০০ ফিট প্রবেশমুখ, ঢাকা, ১১ আগস্ট। ছবি: মো. আল-আমিন মাসুদজল ও জীবন। হজরত খানজাহান (র.)-এর মাজার–সংলগ্ন দিঘি, সদর উপজেলা, বাগেরহাট, ১০ আগস্ট। ছবি: শরীফ মো. নাফিজ শাহরিয়ারজীবিকার তাগিদে রোদ-বৃষ্টি মাথায় করেই ট্রলার দিতে বালু পারাপার করছেন কিছু শ্রমিক। ডাকাতিয়া নদী, মনোহরগঞ্জ, কুমিল্লা, ১০ আগস্ট। ছবি: তানভীর মাহমুদছবি দেখে বোঝার উপায় নেই এটি একটি খাল। প্রথম দেখলে যে কেউ খালটিকে আবর্জনার ভাগাড় বলেই মনে করবেন। খালটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের প্রামাণিক পাড়া, বলিদাপাড়ার পাশ দিয়ে চিত্রা নদীতে গিয়ে মিশেছে। স্থানীয় ব্যক্তিরা বলছেন, খালটি দীর্ঘদিন সংস্কার ও পরিষ্কার না করায় ময়লা-আবর্জনা জমে তার ওপর গাছ ও ঘাস বেড়ে উঠেছে। আর দীর্ঘদিন পরিষ্কার না করায় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ তাদের জীবন। দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। ১২ আগস্ট। ছবি: আসিফ আল আজাদ